Tuesday, October 14, 2025

আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক: ইউক্রেন যুদ্ধ সমাধানে শান্তি আলোচনার সম্ভাবনা


ছবিঃ ট্রাম্প–পুতিন বৈঠক (সংগৃহীত। আল জাজিরা)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত শীর্ষ বৈঠক আজ স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে (জিএমটি ১৯:৩০) যুক্তরাষ্ট্রের আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনে শুরু হবে। ২০১৮ সালে হেলসিঙ্কির পর এটাই হবে দুই নেতার প্রথম একান্ত বৈঠক।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ও সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আলোচনায় দুই পক্ষই কিছু ভূখণ্ড ছাড়ের বিষয়ে মতবিনিময় করতে পারে। মস্কো গত ৬ আগস্ট যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব পাঠিয়েছে, যেখানে ডনবাস পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে দেওয়ার বিনিময়ে খেরসন ও জাপোরিঝিয়ায় অগ্রযাত্রা বন্ধ রাখার শর্ত রাখা হয়েছে। পাশাপাশি সুমি ও খারকিভের কিছু দখলকৃত এলাকা ফেরত দেওয়ার প্রস্তাবও রয়েছে।

ট্রাম্প সোমবার বলেন, “এটি হবে এক ধরনের ‘অনুভূতিনির্ভর’ আলোচনা, যেখানে আমি বুঝতে চাইব পুতিন কী চান।”

বিশ্লেষকরা মনে করছেন, বৈঠক থেকে প্রাথমিক শান্তি উদ্যোগের ইঙ্গিত মিলতে পারে। তবে মূল প্রশ্ন রয়ে গেছে—প্রস্তাবিত শর্তগুলো যদি কিয়েভের জন্য গ্রহণযোগ্য না হয়, তাহলে ইউক্রেন কি এই আলোচনার ফল মেনে নেবে?

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন