Tuesday, October 14, 2025

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত, তীব্র গরমে নতুন সংকট


ছবিঃ গাজায় আবার ও হামলায় নিহত (সংগৃহীত । আল জাজিরা)

গাজায় ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন ত্রাণের অপেক্ষায় থাকা মানুষও রয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে।

এদিকে পশ্চিম তীরে বিতর্কিত ই-ওয়ান এলাকায় তিন হাজারের বেশি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। সমালোচকদের মতে, এই অঞ্চলটি বিভক্ত হলে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের ভূখণ্ড সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

গাজার কেন্দ্রীয় দেইর আল-বালাহ থেকে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক দিনগুলোতে ভয়াবহ তাপপ্রবাহ আশ্রয়হীন মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। অস্থায়ী তাঁবুতে ঠাঁই নেওয়া হাজারো মানুষ বিদ্যুৎ, পাখা বা শীতলীকরণ সুবিধা ছাড়াই প্রচণ্ড গরমের মধ্যে দিন কাটাচ্ছে।

“তাঁবুর ভেতরে থাকা যায় না, যেন চুল্লির মধ্যে বসে আছি,” বলেন বাস্তুচ্যুত নারী শরিফা আবু আর্মানেহ। “যুদ্ধ আর এই গরম—দুটো একসাথে আর সহ্য হচ্ছে না।”

পানি সংকটও চরমে পৌঁছেছে। সামান্য পানি পাওয়ার জন্য দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অনেক পরিবারকে পান করার, রান্না করার ও গোসলের মধ্যে বেছে নিতে হচ্ছে একটিমাত্র কাজ।

বাসিন্দা আবদেল ফাত্তাহ আলমাবহুহ বলেন, “ভেতরে ঢুকলেই বোঝা যায় গরমের আসল অর্থ কী। দিনের বেলায়ও আমরা বাইরে থাকি, রাতে বাইরেই ঘুমাই। জীবন হয়ে উঠেছে একটানা কষ্টের নাম।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন