- ১৩ অক্টোবর, ২০২৫
৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ও বিভিন্ন অনিয়মের অভিযোগে একাধিক ব্যক্তিকে শনাক্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বদলি পরীক্ষার্থীসহ দোষীদের আজীবনের জন্য পিএসসির আওতাধীন সব পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
গত শুক্রবার (১৮ জুলাই) ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবার (২২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি এসব তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর খিলগাঁও মডেল কলেজ কেন্দ্রে মো. নাজমুল হাসানের (রেজি. নম্বর: ৪৮১৩০৫৮৭) পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মো. ফাহাদ মৃধা (বয়স ২৪)। একই কেন্দ্রে জেসমিন আক্তার (রেজি. নম্বর: ৪৮১৩০৪৭৫)-এর হয়ে পরীক্ষা দিতে আসেন ২৮ বছর বয়সী আরেক নারী, যিনি জেসমিন আক্তার নামেই পরিচয় দেন।
অন্যদিকে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে মো. লিটন শেখের (রেজি. নম্বর: ৪৮১৩২৭৬০) হয়ে পরীক্ষা দিতে আসেন এনামুল হক (বয়স ২৫)।
এই তিনজন ভুয়া পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া, ইডেন মহিলা কলেজ কেন্দ্রে মোবাইল ফোন বহনের দায়ে আফরিন জাহান (রেজি. নম্বর: ৪৮২০১৩৬৫) নামের এক পরীক্ষার্থীকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই কেন্দ্রে প্রশ্নপত্রে নকলের চেষ্টার অভিযোগে নুসরাত জাহান (রেজি. নম্বর: ৪৮২০৩৩৮৮)-এর বিরুদ্ধে লালবাগ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, আশিক ইকবাল (রেজি. নম্বর: ৪৮১৩৩৫০৩) নিজের রেজিস্ট্রেশন নম্বরের স্থলে অন্য একজনের নম্বর লিখায় তার প্রার্থিতা বাতিলসহ তাকে আজীবনের জন্য সব ধরনের সরকারি চাকরি পরীক্ষার অযোগ্য ঘোষণা করেছে পিএসসি।
কমিশন জানায়, এই ঘটনায় জড়িত সব ব্যক্তিকে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বদলি পরীক্ষাসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি কর্ম কমিশনের আওতাধীন ভবিষ্যতের সব পরীক্ষা থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।