Tuesday, October 14, 2025

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে, ভোটকেন্দ্র সংস্কারে চাহিদা দেড়শ কোটি টাকা


প্রতিকি ছবি: (সংগৃহীত)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে প্রায় ৪৫ হাজার ভোটকেন্দ্র সংস্কার ও মেরামতের জন্য প্রয়োজন পড়ছে বিশাল অঙ্কের অর্থ—যার প্রাথমিক চাহিদা দাঁড়িয়েছে প্রায় দেড়শ কোটি টাকা। নির্বাচন কমিশন (ইসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ জরিপে দেখা গেছে, দীর্ঘদিন ধরে অবহেলিত এসব কেন্দ্রের শারীরিক অবস্থা এখন অত্যন্ত নাজুক।

ইসির পাঠানো চিঠি অনুযায়ী, গত ১৬ জুন দেশের সব জেলার নির্বাচন অফিসারদের কাছে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত অবস্থা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়। ১৭ জুলাইয়ের মধ্যে প্রাপ্ত তথ্যে উঠে এসেছে—প্রায় প্রতিটি জেলাতেই শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারে কয়েক কোটি টাকা প্রয়োজন।

গাইবান্ধা জেলার উদাহরণে স্পষ্ট চিত্র

শুধু গাইবান্ধা জেলাতেই ৩২টি প্রতিষ্ঠানের সংস্কার বাবদ চাহিদা এসেছে তিন কোটি টাকার। উদাহরণস্বরূপ, গোবিন্দগঞ্জ উপজেলার সুন্দইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে চাওয়া হয়েছে ১৫ লাখ টাকা এবং সুন্দরগঞ্জের আবদুল মজিদ মণ্ডল উচ্চ বিদ্যালয়ের সংস্কারে চাওয়া হয়েছে ১০ লাখ টাকা। অধিকাংশ চাহিদা ১০ লাখ টাকার আশপাশে, কোনো প্রস্তাবই দুই লাখ টাকার নিচে নয়।

চাহিদা অনুযায়ী সংস্কারে যুক্ত হচ্ছে একাধিক মন্ত্রণালয়

ইতোমধ্যে ইসি এই খাতে বাজেট নির্ধারণ ও কাজের গতি ত্বরান্বিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নির্দেশনা দিয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন হবে।

ভোটকেন্দ্র ব্যবস্থাপনায় পরিবর্তন

ইসি সম্প্রতি ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ জারি করেছে, যেখানে ভোটকেন্দ্র স্থাপনের পূর্ণ কর্তৃত্ব কমিশনের অধীনে আনা হয়েছে। নতুন নীতিমালায় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কেন্দ্র নির্ধারণে ভূমিকা রাখার ক্ষমতা বাতিল করা হয়েছে। হাবিবুল আউয়াল কমিশনের সময় ইসির কিছু কর্তৃত্ব ডিসি ও এসপিদের কাছে হস্তান্তর করা হয়েছিল, যা এবার ফিরিয়ে আনা হয়েছে।

ভোটকেন্দ্রের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েই চলেছে

নবম সংসদে যেখানে ভোটকেন্দ্র ছিল ৩৫ হাজার ২৬৩টি, সেখানে দশম সংসদে তা বেড়ে দাঁড়ায় ৩৭ হাজার ৭০৭টিতে। একাদশে ছিল ৪০ হাজার এবং দ্বাদশ সংসদে ৪৪ হাজার ভোটকেন্দ্র। এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন