- ১৩ অক্টোবর, ২০২৫
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবারও লেখা হলো নতুন ইতিহাস। প্রথমবারের মতো শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। গতকাল অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮ রানে জয় লাভ করে এবং তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিটন দাসের নেতৃত্বাধীন দল।
ফাহিম আশরাফের শেষ চেষ্টাও রক্ষা করতে পারেনি পাকিস্তানকে
ম্যাচের শেষদিকে উত্তেজনা চরমে পৌঁছালেও শেষ বলে রিশাদ হোসেনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে যান পাকিস্তানের শেষ ভরসা ফাহিম আশরাফ। কিঞ্চিত সম্ভাবনা সৃষ্টি করেও ম্যাচটা নিজেদের করে তুলতে পারেনি সফরকারী দল।
রমিজ রাজা: ‘বাংলাদেশ আমাদের শিক্ষা দিয়েছে’
সাবেক পাকিস্তানি অধিনায়ক ও পিসিবির প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা ধারাভাষ্য দিতে এসে নিজেই ছিলেন ম্যাচের প্রত্যক্ষদর্শী। পরাজয়ের পর নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ তিনি স্পষ্ট ভাষায় বলেন,
‘বাংলাদেশ শুধু ম্যাচ নয়, আমাদের একটা শিক্ষা দিয়েছে। কীভাবে কঠিন উইকেটে ব্যাটিং ও বোলিং করতে হয়, সেটা তারা দেখিয়ে দিয়েছে।’
রমিজ আরও যোগ করেন, ‘যে দলগুলো চ্যালেঞ্জিং কন্ডিশনে ভালো খেলে, তারাই ভবিষ্যতের ক্রিকেটে টিকে থাকে। পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটিং পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে এবং অভিজ্ঞ বোলারদের দলে রাখতে হবে।’
জাকের আলীর ব্যাটে ভিত্তি, বোলারদের অসাধারণ সমন্বয়
বাংলাদেশের ইনিংস গড়ার পেছনে মূল কৃতিত্ব যায় তরুণ জাকের আলীর ব্যাটে। শুরুতে উইকেট হারালেও তাঁর দায়িত্বশীল ব্যাটিং দলের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহে বড় অবদান রাখে। জবাবে পাকিস্তান ইনিংসের প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে বসে, যেটা ম্যাচের ফলাফল অনেকটাই নির্ধারণ করে দেয়।
রমিজের ভাষায়, ‘বাংলাদেশের ব্যাটিং ছিল সাহসী, বোলিং ছিল কৌশলী। ভরা গ্যালারির সামনে তারা আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে।’
বাংলাদেশের সামনে এখন হোয়াইটওয়াশের সুযোগ
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ সামনে রেখে এখন বাংলাদেশ দলের সামনে বড় সুযোগ—প্রথমবারের মতো পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার। দলীয় আত্মবিশ্বাস, কন্ডিশনের সুবিধা এবং অভিজ্ঞতা সবই এখন বাংলাদেশের পক্ষে।