Tuesday, October 14, 2025

৪৫ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে ফিরলেন


দীর্ঘ ৪৫ দিনের অচলাবস্থার পর অবশেষে আজ বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া নগর ভবনে তার কার্যালয়ে ফিরেছেন এবং অফিস কার্যক্রম শুরু করেছেন। তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে গত ১৪ মে থেকে শুরু হওয়া নাগরিক সেবা কার্যক্রমে স্থবিরতার অবসান ঘটলো বলে ধারণা করা হচ্ছে।

নগর ভবনে প্রবেশ করে নিজের কার্যালয়ে বসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রশাসক শাহজাহান মিয়া। এ সময় তিনি ডিএসসিসির সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে নিয়মিত অফিস করার নির্দেশ দেন। তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, ভবিষ্যতে নগর ভবনে আর কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই।

এর আগে, গত রবিবার (২২ জুন, ২০২৫) টানা ৪০ দিন বন্ধ থাকার পর ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবন খোলা হয়, যার ফলে আংশিকভাবে নাগরিক সেবা কার্যক্রম শুরু হয়েছিল।

উল্লেখ্য, ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে বিএনপি নেতাকর্মী ও সিটি করপোরেশনের কিছু কর্মচারীর আন্দোলনের কারণে প্রায় দেড় মাস ধরে নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল। এই দীর্ঘ অচলাবস্থা নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছিল।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি সরকার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন। তার দায়িত্ব গ্রহণের পর নগর ভবনের স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসাটা নগরবাসীর জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে।


ডিএসসিসি প্রশাসক ছবিঃইন্টারনেট  হতে সংগৃহীত  

  

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন