Tuesday, October 14, 2025

কারাগারে এইচএসসি পরীক্ষা দিলেন পর্নোগ্রাফি মামলার আসামি


পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কারাগারে থাকা অবস্থায়ই এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক শিক্ষার্থী। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ভেতরেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন, ২০২৫) সকালে বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে।

কুমিল্লা কারাগারের জেলার আব্দুল্লাহিল আল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আব্দুল্লাহ আল মামুন নামের ওই শিক্ষার্থী কুমিল্লা জেলার বগুড়া উপজেলা পোম্বাইশ গ্রামের মিজানুর রহমানের ছেলে। তিনি বরুড়া উপজেলা আড্ডা কলেজের পরীক্ষার্থী। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১)/৮(২)/৮(৩) ধারায় দায়ের করা মামলায় গত ১৬ জুন থেকে তিনি কারাভোগ করছেন।

জেলার আব্দুল্লাহিল আল আমিন বলেন, "পর্নোগ্রাফি মামলার আসামি হয়ে একজন শিক্ষার্থী গত ১৬ জুন থেকে কারাগারে আছেন। আবেদনের প্রেক্ষিতে ও আদালতের নির্দেশে কারাগারেই তার পরীক্ষা নেওয়া হচ্ছে। এছাড়া পরীক্ষার পড়াশোনার জন্য তাকে বই সরবরাহ করা হয়েছে। তিনি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থী।"

তিনি আরও বলেন, "নির্ধারিত কেন্দ্র থেকে প্রশ্ন ও উত্তরপত্র সরবরাহ করা হয়েছে। পরীক্ষাকালীন কারাগারের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।"

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।


কুমিল্লা কেন্দ্রীয় কারাগার।ছবিঃ ইন্টারনেট হতে সংগৃহীত 

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন