Tuesday, October 14, 2025

৩৩ বছর পর জাকসু নির্বাচনে ২৭৩ প্রার্থী, ছাত্র হলে প্রতিদ্বন্দ্বিতা বেশি, ছাত্রী হলে কম


ছবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (সংগৃহীত)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ২৫টি কেন্দ্রীয় পদের জন্য মোট ২৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যদিকে ২১টি আবাসিক হলে মোট ৩১৫টি পদের জন্য ৪৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে ছাত্রী হলে প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম, এবং পাঁচটি হলে নির্ধারিত পদের সমান প্রার্থীও পাওয়া যায়নি।

মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা। পরে নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত।

নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ছাত্রী হলে প্রার্থী কম

বিশ্ববিদ্যালয়ের ১৫টি ছাত্রী হলে বেশিরভাগ স্থানে প্রতিদ্বন্দ্বিতা কম। যেমন: নওয়াব ফয়জুন্নেসা হলে ৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৬ জন, সুফিয়া কামাল হলে ১০ জন, বেগম খালেদা জিয়া হলে ১১ জন ও প্রীতিলতা হলে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কিছু ছাত্রী প্রার্থী হতে আগ্রহী হলেও পরিবারের অনুমতি না পাওয়ায় নির্বাচনে অংশ নিতে পারছেননি। এছাড়া জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেক শিক্ষার্থী পরীক্ষার কারণে অংশ নিতে পারছেন না।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, হল সংসদ চলমান রাখতে এক-তৃতীয়াংশ সদস্যই যথেষ্ট। তবে শূন্য পদে পুনরায় নির্বাচন দিতে হবে।

ছাত্র হলে প্রার্থী বেশি

ছাত্র হলে প্রার্থীর সংখ্যা ছাত্রী হলে তুলনায় অনেক বেশি। সবচেয়ে বেশি প্রার্থী জমা দিয়েছেন কাজী নজরুল ইসলাম হলে – ১৫টি পদের বিপরীতে ৬০ জন। শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৪৯ জন, মীর মশাররফ হোসেন হলে ৩০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ছাত্রশিবির ও অন্যান্য প্যানেল

মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর ব্যানারে ছাত্রশিবির প্যানেল ঘোষণা করেছে। সহসভাপতি পদে আরিফুল্লাহ আদিব এবং সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গণতান্ত্রিক ছাত্রসংসদও তাদের প্যানেল ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ ঘোষণা করতে পারে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বামপন্থী ও সাংস্কৃতিক জোটও শীঘ্রই প্যানেল ঘোষণা করবে।

ছাত্রদলের প্রার্থী চূড়ান্ত হয়নি

শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা ১৪ ঘণ্টা বৈঠকের পর এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেননি। আহ্বায়ক জহির উদ্দিন বাবর জানিয়েছেন, রোববার প্যানেল ঘোষণা ও পদভিত্তিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রী হলে কম প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ছাত্র হলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থীর সংখ্যা ও প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন