Friday, October 17, 2025

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী পেয়েছেন জিপিএ-৫


ছবিঃ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার শিক্ষার্থীরা। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় একযোগে এই ফল প্রকাশ করা হয়। এ বছর মোট ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছরের তুলনায় কিছুটা কমেছে।

ফল অনুযায়ী, সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা। ঢাকা বোর্ডে ২৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যা অন্যান্য বোর্ডের তুলনায় অনেক বেশি। রাজশাহী বোর্ডে ১০ হাজার ১৩৭ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৭০৭ জন, যশোর বোর্ডে ৫ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বোর্ডে ৬ হাজার ৯৭ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৬৭৪ জন, সিলেট বোর্ডে ১ হাজার ৬০২ জন, দিনাজপুর বোর্ডে ৬ হাজার ২৬০ জন, ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ৬৮৪ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ২৬৮ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর মধ্যে ছাত্র ছিল ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ছিল ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। ১১টি বোর্ডের আওতায় মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, এবারের ফলাফল গত বছরের তুলনায় কিছুটা খারাপ হয়েছে। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ, কিন্তু এই বছর পাসের হার কমে ৫৮.৮৩ শতাংশে নেমে এসেছে। এ বছরে সবচেয়ে কম পাসের হার যশোর বোর্ডে (৫০.২০ শতাংশ), এবং সবচেয়ে বেশি পাসের হার বরিশাল বোর্ডে (৬২.৫৭ শতাংশ)।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল জানতে শিক্ষার্থীরা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে সহজেই ফল দেখতে পারবেন। এছাড়াও, এসএমএসের মাধ্যমে ফল জানার জন্য মোবাইলে "HSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025" লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

এবছর ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা, তবে ২০২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশাবাদী যে, ভবিষ্যতে পরীক্ষার ফলাফল আরো উন্নত হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন