- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় আরও পাঁচটি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়।
সভায় ইউজিসি গুচ্ছ ভর্তি ব্যবস্থার বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় গুচ্ছভুক্ত হওয়ার আহ্বান জানায়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলো তাদের অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়টি আলোচনা করে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এরপর ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
ইউজির আহ্বানে উল্লেখিত বিশ্ববিদ্যালয়গুলো হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
আজকের বৈঠকে এই পাঁচটি বিশ্ববিদ্যালয়সহ মোট ২৪টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইউজিসি সূত্রে জানা গেছে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন।
সূত্র জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল। ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ২৭ মার্চ, ‘বি’ ইউনিটের ৩ এপ্রিল এবং ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল।
এই পদক্ষেপ গুচ্ছভর্তি ব্যবস্থার স্বচ্ছতা এবং শিক্ষার্থীদের জন্য ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ এবং কার্যকর করার লক্ষ্যেই নেওয়া হয়েছে।