Tuesday, October 14, 2025

১৮তম শিক্ষক নিবন্ধন: মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া প্রার্থীদের সনদ দাবিতে এনটিআরসিএ ভবন ঘেরাও


ছবিঃ শাহবাগ থেকে মিছিল নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা এনটিআরসিএ ভবন ঘেরাও করেছেন (সংগৃহীত । ঢাকা টাইমস)

১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে সনদ প্রদানের দাবিতে আজ সোমবার (৭ জুলাই, ২০২৫) দুপুরে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে দুপুর সোয়া ১২টার দিকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

আন্দোলনকারীরা মিছিল নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ভবন ঘেরাও করেন। তাঁদের অভিযোগ, মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া ২৩ হাজার প্রার্থীকে নাকি ইচ্ছেকৃতভাবে ফেল করানো হয়েছে।

আন্দোলনকারীদের একজন, জসিম উদ্দিন, দাবি করেন যে তাঁরা বৈষম্যের শিকার হয়েছেন। তাঁদের মূল দাবি হলো, ১৮তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৩ হাজার প্রার্থীর সবাইকে উত্তীর্ণের সনদ দিতে হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন