Tuesday, January 13, 2026

১৭ বছর পর ভোটার হলেন তারেক রহমান, সম্পন্ন করলেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন


ছবিঃ শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতে আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তারেক রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্তি ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দেশে ফেরার দুই দিন পর শনিবার (২৭ ডিসেম্বর) তিনি এই প্রক্রিয়া শেষ করেন।

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন ভবন এলাকায় যান তারেক রহমান। সেখানে নির্বাচন কমিশনের অধীন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার হিসেবে নিবন্ধন ও এনআইডি পেতে প্রয়োজনীয় তথ্য প্রদান করেন তিনি।

কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্যে সকালে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। আগের দিনগুলোর মতো লাল-সবুজ রঙে সাজানো বাসে নয়, এবার ফুল দিয়ে সাজানো একটি সাদা রঙের এসইউভি গাড়িতে তিনি আগারগাঁওয়ে যান।

বেলা ১টার দিকে নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি কক্ষে তারেক রহমানের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। ওই কক্ষে প্রবাসী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য বিশেষভাবে এনআইডি–সংক্রান্ত সেবা দেওয়া হয়। সেখানে তাঁর ছবি তোলা হয়, দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান এবং স্বাক্ষর গ্রহণ করা হয়। এ সময় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের জানান, ভোটার হতে হলে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করে তা নির্বাচন কমিশনের ডেটাবেজে সংরক্ষণ করা হয় এবং বিদ্যমান তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই শেষে নিবন্ধন সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়ায় সময়ের তারতম্য হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন শুরু হলেও সে সময় বিদেশে অবস্থান করায় তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হননি। একই বছর ১১ সেপ্টেম্বর তিনি লন্ডনে যান এবং দীর্ঘ সময় দেশে ফিরতে না পারায় ভোটার তালিকার বাইরে ছিলেন।

গত জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়। নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা চূড়ান্ত করলেও আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিকে যে কোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারেক রহমান তাঁর পৈতৃক এলাকা বগুড়ার সদর আসন (বগুড়া–৬) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তাঁর পক্ষে স্থানীয় নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন