- ২২ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের সুতা ও টেক্সটাইল শিল্পে চলমান সংকটের প্রতিবাদে আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটির অভিযোগ, দেশীয় সুতা উৎপাদনকারী মিলগুলোকে টিকিয়ে রাখতে সরকার এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিটিএমএর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, “আগামী ১ ফেব্রুয়ারি থেকেই কারখানাগুলো বন্ধ রাখা হবে। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতাও আমাদের নেই।”
সংবাদ সম্মেলনে টেক্সটাইল খাতের মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে তিনি জানান, অধিকাংশ মালিক ইতোমধ্যে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন। তাঁর ভাষায়, “আমাদের মূলধন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এমনকি সব সম্পদ বিক্রি করলেও ব্যাংকের দেনা পরিশোধ করা সম্ভব হবে না।”
সমস্যা সমাধানে সরকারের বিভিন্ন দপ্তরে বারবার যোগাযোগ করা হলেও কোনো বাস্তব ফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে ঘুরে কেবল এক দপ্তর থেকে আরেক দপ্তরে পাঠানো হচ্ছে, কিন্তু সংকট নিরসনে কেউ দায়িত্ব নিচ্ছে না।
বিটিএমএর দাবি, দ্রুত নীতিগত সহায়তা ও আর্থিক প্রণোদনা না দিলে দেশের সুতা ও টেক্সটাইল শিল্প চরম বিপর্যয়ের মুখে পড়বে, যার প্রভাব পড়বে কর্মসংস্থান ও রপ্তানি আয়ে। এ অবস্থায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।