- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | যশোর:
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা মোড়ে গভীর রাতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ ডাকাতির ঘটনা। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র দল একই পরিবারের তিনজনকে জিম্মি করে দুই লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতদলটি প্রবেশ করে পেছনের দরজার তালা ভেঙে। তারা প্রথমে ঘরে থাকা গৃহবধূ হাবিবা রহমান ও তার কিশোরী মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এরপর পাশের ঘরে থাকা স্বামী হাবিবুর রহমানের চোখ ও হাত বেঁধে ফেলে ডাকাতরা।
গৃহবধূ হাবিবা রহমান জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের আলো জ্বলতে দেখে তার ঘুম ভাঙে। মুহূর্তের মধ্যে দেখতে পান, কয়েকজন মুখোশ পরা ব্যক্তি ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। তিনি চিৎকার দিতে চাইলে ডাকাতরা হুমকি দেয়—চিৎকার করলে প্রাণে মেরে ফেলবে এবং মেয়ের সর্বনাশ করবে। এরপর তারা মা ও মেয়েকে কম্বলের নিচে মুখ লুকিয়ে রাখতে বলে। এক ডাকাত পুরো সময় অস্ত্র হাতে তাদের পাহারা দেয়।
এসময় অন্যরা আলমারি ভেঙে ঘরে থাকা নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি সোনার গহনা লুট করে নেয়। ভোর সাড়ে চারটার দিকে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে চাঁদপাড়া ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে যশোরের পুলিশ সুপার রওনক জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান ও ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান বলেন, “ডাকাতরা বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। ঘটনাস্থল থেকে আমরা আলামত সংগ্রহ করেছি এবং আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজ চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”
স্থানীয়দের দাবি, এলাকায় টহল বাড়ানো না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। পুলিশ বলেছে, এ ঘটনার পর আশপাশের এলাকায় রাতের টহল জোরদার করা হয়েছে।