Tuesday, October 14, 2025

যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধের অঙ্গীকার নাহিদ ইসলামের


ছবিঃ ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রার কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ( সংগৃহীত । কালবেলা)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব।” শুক্রবার (০৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে জুলাই পদযাত্রার শুরুতে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, “এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। অবৈধভাবে একের পর এক পুশইন করা হচ্ছে।” তিনি জোর দিয়ে বলেন, “যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব।”

তিনি আরও বলেন, “গত জুলাই-আগস্ট মাসে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল।” নতুন দেশ গঠনের বিষয়ে তিনি জানান, “সারা দেশে কর্মসূচি চলছে। জুলাই ঘোষণাপত্র, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন