Tuesday, October 14, 2025

যাত্রাবাড়ী হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন


ফাইল ছবিঃ তৌহিদ আফ্রিদি (সংগৃহীত)

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। দুপুরে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার (২৪ আগস্ট) বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। জুলাই মাসে ঢাকায় সংঘটিত গণহত্যা মামলার আসামি হিসেবেই তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি পুলিশের কাছে বলেন, “আমি ভয়ে ছিলাম, কারণ আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।” তিনি আরও জানান, বরিশালে যে বাড়িতে অবস্থান করছিলেন সেটি তার দাদার বাড়ি। বাবার গ্রেপ্তারের পর দাদার কবর জিয়ারত করতে তিনি সেখানে গিয়েছিলেন।

তৌহিদ আফ্রিদি দাবি করেন, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি। “কোরআনের কসম, আমি পালাব না। আমি ওমরাহ করে এসেছি। আমি কেমন ছেলে তা সবাই জানে,”— গ্রেপ্তারের পর এমন মন্তব্য করেন তিনি।

আদালতের শুনানির পর রিমান্ড বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন