Tuesday, October 14, 2025

টি–টোয়েন্টিতে সাকিবের ৫০০ উইকেটের ঐতিহাসিক মাইলফলক


ছবিঃ সাকিব আল হাসান (সংগৃহীত)

টি–টোয়েন্টি ক্রিকেটে এক অনন্য ইতিহাস গড়লেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নেমে তিনি স্পর্শ করেছেন ৫০০ উইকেটের মাইলফলক।

রোববার (২৪ আগস্ট) অ্যান্টিগায় ম্যাচটিতে সাকিব মাত্র ২ ওভারে ১১ রান খরচ করে নেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে আউট করার মধ্য দিয়ে তিনি পূর্ণ করেন ৫০০ উইকেট। পরবর্তীতে আরও দুই উইকেট নিয়ে তার সংগ্রহ দাঁড়ায় ৫০২ এ।

এমন কীর্তি অর্জন করে সাকিব হলেন টি–টোয়েন্টি ইতিহাসের প্রথম বাঁহাতি বোলার, যিনি এই ফরম্যাটে ৫০০ উইকেটের মালিক। শুধু তাই নয়, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে ৫০০ উইকেট এবং ৭ হাজার রানের অনন্য ডাবল সম্পন্ন করেছেন তিনি।

ইনিংস বিরতিতে দেওয়া প্রতিক্রিয়ায় সাকিব বলেন, “এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম রয়েছে। দীর্ঘ ক্যারিয়ারে যা অর্জন করেছি, তাতে আমি খুশি। গত কয়েক ম্যাচে বেশি বোলিং না করায় কিছুটা মানসিক চাপ ছিল, তবে সুযোগ পেলে সবসময় অবদান রাখতে চাই।”

তিনি আরও যোগ করেন, “পরিবার পাশে থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়। সন্তানদের ছুটি থাকায় তারা এখন এখানে এসেছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার কাছাকাছি থাকাটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।”

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন সাকিব আল হাসান। তার এই অর্জনকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরেকটি স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় হিসেবে দেখছে ক্রিকেটপ্রেমীরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন