Tuesday, October 14, 2025

ওয়ারীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম


ছবিঃ আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম (সংগৃহীত)

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা এফ এম শরীফুল ইসলাম (৪২)কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এবং বর্তমান ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ডিএমপি জানায়, সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে ওয়ারী থানা এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাঁকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শরীফুল ইসলামের অবস্থান নিশ্চিত হওয়ার পর সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের সদস্যরা অভিযান চালান।

গ্রেপ্তারের পর তাঁকে প্রাথমিকভাবে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন