- ১৩ অক্টোবর, ২০২৫
ঢাকা, ৯ জুলাই ২০২৫: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার বলেছেন, ভুটান যেন বাংলাদেশে বিদ্যমান সকল অবকাঠামোগত সুবিধার সর্বোচ্চ ব্যবহার করে, কেননা দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এখনও অনেক সুযোগ রয়েছে।
তিনি এই মন্তব্য করেন, যখন বাংলাদেশের জন্য নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হ্যামু দর্জি জামুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রী’র শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন।
দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধন ও বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের সরকারকে ধন্যবাদ জানান, বিশেষ করে চিকিৎসা শিক্ষায় সহযোগিতা ও বাংলাদেশে ভুটানি স্পেশাল ইকোনমিক জোন স্থাপনে চলমান সহায়তার জন্য।
তিনি বলেন, ভুটান বাংলাদেশকে নিয়ে আরও গভীরভাবে কাজ করতে আগ্রহী।
মানুষে-মানুষে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের তরুণ প্রজন্মের উচিত একে অপরের দেশে ভ্রমণ করা, সংস্কৃতি সম্পর্কে জানা এবং পারস্পরিক বন্ধনকে জোরদার করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর মূল চেতনা বজায় রাখতে এবং তা অব্যাহত রাখতে চায়।
প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত দর্জিকে বাংলাদেশে স্বাগত জানান, তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, তাঁর মেয়াদকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।