Friday, December 5, 2025

ভৈরব রেলস্টেশনে ট্রেন অবরোধ ও পাথর নিক্ষেপের ঘটনায় মামলা


ছবিঃট্রেনের দুটি বগিতে পাথর নিক্ষেপ করলে ফাহিম, আরমান ও সাজনকে গ্রেফতার করেছে পুলিশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ভৈরব:

ভৈরবকে জেলা ঘোষণা করার দাবিতে সোমবার (২৭ অক্টোবর) স্থানীয় ছাত্র-জনতা রেলস্টেশনে ব্যাপক অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধ চলাকালে আন্দোলনকারীরা একটি ট্রেনে পাথর নিক্ষেপ করলে ট্রেনের ইঞ্জিন ও দুটি বগিতে কিছুটা ক্ষতি হয়। ঘটনার পর ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউছুফ বাদী হয়ে রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে, এবং সন্দেহজনক তিন যুবককে রেলওয়ে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। তারা হলেন- ফাহিম (১৬), আরমান (১৫) ও সাজন (১৭)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সোমবার সকালে ‘পল্লী জাগরণী সংঘ’ নামের স্থানীয় সংগঠনের সদস্যরা প্রায় ২০০/২৫০ জন নিয়ে ভৈরব রেলস্টেশন অবরোধ করেন। এ সময় আন্দোলনকারীরা ঢাকা যাওয়ার উদ্দেশ্যে যাওয়া উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকে দেয়। ট্রেনটির বিরতি ছিল না ভৈরব রেলস্টেশনে। এরপর উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ট্রেনটি ছাড়ানোর ব্যবস্থা করেন।

তবে ট্রেনটি ছাড়ার মুহূর্তে অবরোধকারীরা ট্রেনের ইঞ্জিন এবং বগিতে পাথর নিক্ষেপ শুরু করে। এতে ট্রেনের গ্লাস, হেডলাইট, সাইড গ্লাসসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

রেলস্টেশন মাস্টার ইউছুফ বলেন, "এটি রাষ্ট্রীয় সম্পত্তি এবং আন্দোলনকারীরা পাথর ছুঁড়ে যা ক্ষতি করেছে তা রাষ্ট্রীয় অপরাধ।"

ভৈরব রেলওয়ে থানার ওসি মো. সাইদ আহমেদ জানান, পুলিশ ইতোমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে চেষ্টা করছে।

এ ঘটনার পর স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেছে যে, এ ধরনের সহিংসতা ভবিষ্যতে আরো ঘটতে পারে, যা সাধারণ জনগণের জন্য বিপজ্জনক। পুলিশ ও প্রশাসন আশা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন