- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের প্রখ্যাত গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গার্গ আজ শুক্রবার সিঙ্গাপুরে একটি ভয়াবহ স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গেছেন। সিঙ্গাপুর পুলিশ দুর্ঘটনার পরে তাঁকে সমুদ্র থেকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে ব্যর্থ হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
জুবিন গার্গ আজ নর্থ-ইস্ট উৎসবে অংশ নেওয়ার জন্য সিঙ্গাপুরে ছিলেন এবং অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল। তাঁর আকস্মিক মৃত্যু দেশের সাংস্কৃতিক জগতে শোকের ছায়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহশিল্পীরা গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করছেন।
১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন গার্গ ১৯৯২ সালে যুব মহোৎসবে স্বর্ণপদক অর্জনের পর পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত অসমীয়া অ্যালবাম ‘অনামিকা’ তাঁকে পরিচিতি এনে দেয়। ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানে কণ্ঠ দিয়ে তিনি দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।