Tuesday, October 14, 2025

ভারতে পাহাড় ধস, দুধকুমার নদী দিয়ে ভেসে এলো শেকড়সহ হাজারো গাছ


ছবিঃ নদী দিয়ে ভেসে এলো শেকড়সহ হাজারো গাছ (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য পাহাড় ধসের কারণে ভারত থেকে শেকড়সহ উপড়ে পড়া হাজার হাজার গাছের গুঁড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদী দিয়ে বাংলাদেশে ভেসে এসেছে। রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়ন দিয়ে পানির স্রোতের সঙ্গে বিপুল পরিমাণ এই গাছ ঢোকার ঘটনা ঘটে।

স্থানীয়দের ধারণা, ভারতে ব্যাপক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি অঞ্চলের বনভূমি থেকে এসব গাছ উপড়ে গিয়ে পানির স্রোতে ভেসে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড়, চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এবং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকার দুধকুমার নদীর তীর থেকে স্থানীয় শত শত মানুষ ভেসে আসা এসব গাছ তুলে নিচ্ছেন।

চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার রফিকুল জানান, রোববার বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত গাছপালা আসতে দেখে বহু মানুষ নদীতে নামে। তবে অসংখ্য গাছ ভাটির দিকে ভেসে চলে গেছে। যে গাছগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলো মূলত খড়ি হিসেবে ব্যবহার করা যাবে।

স্থানীয় বাসিন্দা মোজ্জাম্মেল হক বলেন, "সম্ভবত ভারতে পাহাড় ধস হয়েছে। সেখান থেকে গাছগুলো ভেসে এসেছে।" তিনি জানান, নৌকা নিয়ে গাছ ধরতে গিয়ে তিনি দুর্ঘটনার কবলে পড়েন—একটি বিশাল আকারের গাছ তাঁর ডিজেল ইঞ্জিলচালিত নৌকার প্রপেলার ভেঙে দেয়।

স্থানীয় আরেক বাসিন্দা নূর মোহাম্মদ জানান, প্রায় ৩০ বছর আগে একবার উজান থেকে এভাবে পানির সাথে গাছ ভেসে এসেছিল, তবে এবারের মতো এত বিপুল পরিমাণে নয়। তিনি আরও যোগ করেন যে গাছের সাথে বিভিন্ন প্রজাতির সাপও ভেসে আসতে দেখা গেছে।

শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, "শুধু গাছে গাছ দেখা যাচ্ছে। লোকজন নৌকা দিয়ে সাঁতরিয়ে গাছ ধরে আনছে। এতো গাছ নিদিষ্ট কোথা থেকে আসছে দেখা যাচ্ছে না, তবে বোঝা যাচ্ছে ভারত থেকেই।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন