Tuesday, October 14, 2025

উত্তরায় বিমান বিধ্বস্ত ঘটনার আপডেটঃ নিহত বেড়ে ১৯, আহত শতাধিক


ছবিঃ ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে ( সংগৃহীতঃ বি বি সি নিউজ বাংলা)

ঢাকা, ২১ জুলাই:


রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই (F-7 BGI) প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনায় আহত হয়েছেন ১০০ জনেরও বেশি।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে কুর্মিটোলা বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমান বাহিনীর এই প্রশিক্ষণ বিমানটি। উড্ডয়নের কয়েক মিনিট পরই সেটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার হল নামক একটি ভবনের ক্যান্টিনের ছাদে বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় এবং দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ও আতঙ্ক।

দুপুর ১টা ১৮ মিনিটে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা হতভম্ব হয়ে পড়েন। মুহূর্তেই পুরো এলাকা কান্না আর চিৎকারে ভারী হয়ে ওঠে।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, “ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স কাজ করছে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।”

ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা। সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে আহতদের দ্রুত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও নিকটবর্তী অন্যান্য হাসপাতালে পাঠানো হয়।

বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর ছিলেন একমাত্র প্রশিক্ষণচালক। দুর্ঘটনার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে সিএমএইচে নেয়া হলে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন