- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিঙ্গাপুর পৌঁছাতে এয়ার অ্যাম্বুলেন্সটির আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা সময় লাগবে। এর আগে দুপুর ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরের উদ্দেশে নেওয়া হয়। দুপুর ১টা ১৭ মিনিটে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছায়।
হাদিকে নিতে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানবন্দরে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা, তাঁর বিশেষ সহকারী ও স্বাস্থ্য সচিব। আহত শরিফ ওসমান হাদির সঙ্গে বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক যাচ্ছেন না; তার সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন দুই ভাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. আবদুল আহাদ হাদির সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে জানান, তার রক্তচাপ ছিল ১০০/৬০। তিনি বলেন, দেশেই চিকিৎসা সম্ভব হলেও অপারেশন থিয়েটারে সংক্রমণের ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে হাদি জিসিএস-৩ অবস্থাতেই আছেন। তবে অন্যত্র স্থানান্তরের মতো শারীরিক অবস্থা তার ছিল।
তিনি আরও জানান, গত রাতে হাদির মস্তিষ্কে যে অক্সিজেনের ঘাটতি লক্ষ্য করা গেছে, সেটি এখনো পুরোপুরি কাটেনি। সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসকরাই পুরো চিকিৎসা প্রক্রিয়ায় তার সঙ্গে থাকছেন।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর ঘোষণা দেয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, হাদির চিকিৎসার সব ব্যয় সরকার বহন করবে। সোমবারও সরকারের পক্ষ থেকে এ বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়।
এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, “হাদির বিষয়ে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা স্পষ্ট করে বলেছি, অর্থ কোনো সমস্যা নয়—প্রয়োজনীয় সব খরচ সরকার বহন করবে।”
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এই হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।