Friday, December 5, 2025

উখিয়ায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা যুবক নিহত


ছবি : উখিয়ায় রোহিঙ্গা শিবির। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে রোববার (১৬ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে দেলোয়ার হোসেন নামে এক রোহিঙ্গা যুবক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরএসও কমান্ডার মোহাম্মদ শফিকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন সশস্ত্র সদস্য মুন্না গ্রুপের সদস্য দেলোয়ার হোসেনের ওপর হামলা চালায়। এই সময় তার ডান ঊরুতে দুটি গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে ভর্তি করেন।

পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার হোসেনের মৃত্যু ঘটে।

উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, মৃত দেলোয়ার হোসেনের বাড়ি ক্যাম্পের সি ব্লকে, তার বাবা বশির আহম্মদ। তিনি মুন্না গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। এই ঘটনার সঙ্গে জড়িত শফিক, নুর মোহাম্মদ, আজিজসহ আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।

ঘটনার সময় গুলির শব্দে কুতুপালং পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় এখনো কাউকে আটক করা যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন