Friday, December 5, 2025

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত, ভোটকক্ষ কমছে ১৬ হাজার


ছবিঃ নির্বাচন ভবন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের চূড়ান্ত সংখ্যা ৪২ হাজার ৭৬১টি নির্ধারণ করা হয়েছে, যা আগের নির্বাচনের তুলনায় ৬১১টি বেশি। তবে ভোটকক্ষের সংখ্যা কমছে প্রায় ১৬ হাজারের মতো। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে আখতার আহমেদ জানান, এবারের নির্বাচনের প্রস্তুতি প্রায় ৯০ থেকে ৯৫ ভাগ সম্পন্ন। আগামী নির্বাচনে দেশের ৬৪টি জেলার ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।

তিনি বলেন, "এবারের নির্বাচনে পুরুষ ভোটারদের জন্য মোট ১ লাখ ১৫ হাজার ১৩৭টি ভোটকক্ষ থাকবে, নারীদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।"

এছাড়া, অস্থায়ী ভোটকেন্দ্র হিসেবে প্রাথমিকভাবে ১৪টি কেন্দ্র রাখা হয়েছে, যেগুলোর কক্ষসংখ্যা প্রায় ১২ হাজার। ২০২৪ সালের ৭ জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি এবং ভোটকক্ষ ছিল ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি। সেই তুলনায় এবার ভোটকেন্দ্রের সংখ্যা বাড়লেও ভোটকক্ষ কমছে।

এ সময় আখতার আহমেদ আরও জানান, "রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন প্রক্রিয়া কিছুটা পিছিয়ে আছে, তবে এক সপ্তাহের মধ্যে এটি সম্পন্ন হবে। কোনো উদ্বেগের কারণ নেই, সময়মতো সব প্রস্তুতি শেষ করা সম্ভব হবে।"

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যে নিবন্ধন সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান। একই সঙ্গে, জোট গঠনের বিষয়েও তিনি মন্তব্য করেন, "আইন মন্ত্রণালয়ে রয়েছে বিষয়টি। কমিশন সবার জন্য গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেবে।"

এছাড়া, নির্বাচন কমিশন এখন পর্যন্ত গণভোটের বিষয়ে কোনো তথ্য পায়নি, এমনটি জানিয়ে আখতার আহমেদ বলেন, "গণভোট সম্পর্কে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে কোনো তথ্য আসেনি।"

এমনকি, সিটি নির্বাচন ও অন্যান্য বিষয়ে সকল প্রস্তুতি চলমান রয়েছে এবং নির্বাচন কমিশন দ্রুততার সঙ্গে তার পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন