- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মালয়েশিয়ায় বিশাল অডিও লঞ্চ আয়োজনের রেশ কাটতে না কাটতেই থালাপতি বিজয়ের আসন্ন রাজনৈতিক অ্যাকশন ছবি ‘জননায়গন’ নতুন করে আলোচনায় উঠে এসেছে। মুক্তির এখনও প্রায় এক সপ্তাহ বাকি, এমনকি কোনো অফিসিয়াল ট্রেলার প্রকাশ না হলেও বিশ্বজুড়ে টিকিট বিক্রিতে অভাবনীয় সাড়া ফেলেছে ছবিটি।
ইন্ডাস্ট্রি সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রিমিয়ার শো ও উদ্বোধনী দিনের জন্য অগ্রিম টিকিট বিক্রি থেকেই ছবিটি ইতোমধ্যে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে। বিদেশের বাজারে দর্শকদের আগ্রহ সবচেয়ে বেশি চোখে পড়ছে। শুধু অগ্রিম বুকিং থেকেই বিদেশে ‘জননায়গন’ ১১ থেকে ১২ কোটি রুপি সংগ্রহ করেছে বলে জানা গেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় বিজয়ের ভক্তদের ব্যাপক উপস্থিতির কারণে এই অঞ্চলগুলো থেকেই বড় অঙ্কের আয় এসেছে।
ভারতের বাজারে এখনো ছবিটির অগ্রিম বিক্রি তুলনামূলক কম। এ পর্যন্ত প্রায় তিন কোটি রুপি সংগ্রহ হয়েছে। তবে ট্রেড বিশ্লেষকদের মতে, এটি সাময়িক চিত্র। কারণ বর্তমানে কেবল কর্ণাটক ও কেরালায় টিকিট বুকিং চালু রয়েছে। তামিলনাড়ু ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে প্রথম দিনের আয় অনেকটাই বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে, যেহেতু এসব এলাকাই বিজয়ের ছবির প্রধান শক্তি।
বিভিন্ন কারণেই ‘জননায়গন’ নিয়ে আলোচনা তুঙ্গে। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এটিই থালাপতি বিজয়ের শেষ চলচ্চিত্র এই বিষয়টি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’ ছবির সঙ্গে সাদৃশ্য আছে কি না, তা নিয়েও বিতর্ক চলছে।
এ বিষয়ে পরিচালক এইচ বিনোথ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, দর্শকদের এ নিয়ে বেশি ভাবনার প্রয়োজন নেই। তাঁর ভাষায়, গল্পটি কোথা থেকে অনুপ্রাণিত তা বড় কথা নয়, বরং পর্দায় থালাপতি বিজয় কীভাবে হাজির হচ্ছেন, সেটাই মুখ্য। তিনি দর্শকদের অন্তত একটি শো দেখার আহ্বান জানিয়ে বলেন, টিজার, ট্রেলার ও গান প্রকাশের পর ছবির প্রকৃত রূপ আরও স্পষ্ট হবে।
সব মিলিয়ে ট্রেলার ছাড়াই এমন আগ্রিম সাড়া প্রমাণ করছে, ‘জননায়গন’ শুধু একটি ছবি নয় থালাপতি বিজয়ের বিদায়ী অধ্যায় হিসেবেই দর্শকদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।