Monday, January 19, 2026

চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকা তৌসিফ আহমেদ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন


ফাইল ছবিঃ সংগীতশিল্পী তৌসিফ আহমেদ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জনপ্রিয় সংগীতশিল্পী তৌসিফ আহমেদ স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। গত ২৮ ডিসেম্বর সকালে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পড়ে যাওয়ার সময় মাথায় গুরুতর আঘাত লাগে, এতে প্রচুর রক্তক্ষরণ হয় এবং মাথায় ২৭টি সেলাই দিতে হয়।

পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি স্ট্রোক করেছেন। কয়েক দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল তিনি বাসায় ফিরেছেন। আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিজেই নিশ্চিত করেন তৌসিফ আহমেদ।

নিজের শারীরিক অবস্থার বর্ণনা দিয়ে তিনি বলেন, সকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার পর আর কিছুই মনে নেই। স্ত্রী রক্ত দেখে দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন। প্রথমে ধানমন্ডির একটি হাসপাতালে এবং পরে অন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এক দিন তাঁকে লাইফ সাপোর্টেও রাখতে হয়েছিল। চিকিৎসা ব্যয় বেশি হওয়ায় এবং শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছেন এই শিল্পী। অসুস্থতার কারণে আগের মতো নিয়মিত গানেও কাজ করতে পারছেন না। তিনি বলেন, বর্তমানে কিছুটা ভালো অনুভব করছেন, তবে সামনে আরও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বাকি রয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগেও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তৌসিফ আহমেদ। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার এবং ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর থেকেই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন।

‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের ভালোবাসা পেয়েছেন তৌসিফ আহমেদ। গায়ক হিসেবে পরিচিত হলেও গান লেখা, সুর করা ও সংগীতায়োজনেও তিনি সমানভাবে সক্রিয়। ২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন