Tuesday, January 13, 2026

টঙ্গীতে গার্মেন্টসে গ্যাস আতঙ্ক, অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক


ছবিঃ অসুস্থ শ্রমিকদের হাসপাতালে ভর্তি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

গাজীপুরের টঙ্গীতে একটি গার্মেন্টস কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক। সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে টঙ্গী বিসিক এলাকার মেঘনা রোডে অবস্থিত মা টাওয়ারের ভেতরে অ্যামট্রানেট গ্রুপের প্রতিষ্ঠান গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বিকাল সাড়ে ৩টার দিকে কারখানার পঞ্চম তলায় হঠাৎ করে গ্যাসজাতীয় কোনো পদার্থ ছড়িয়ে পড়ে। এতে একের পর এক শ্রমিকের মাথা ঘোরা, চোখ জ্বালাপোড়া, বমি এবং খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি দ্রুত অবনতি হলে অসুস্থ শ্রমিকদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে মনি আক্তার, মারুফা বেগম, বিথী, শিল্পী, মিঠু রায়, শাবনুর, ঝুমুর, সাথীজা, লাইলি, হেনা, কল্পনা, নুরুজ্জামান ও ফারজানা আক্তারের নাম জানা গেছে। আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছাড়েন।

কারখানার শ্রমিক ও অপারেটর মোর্শেদা বেগম ও রবিউল ইসলাম জানান, ওই প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার শ্রমিক কাজ করেন। তারা বলেন, চলতি মাসের বেতনের দাবিতে শ্রমিকরা গত কয়েক দিন ধরে আন্দোলন করে আসছিলেন। এর মধ্যেই হঠাৎ করে গ্যাস ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় এবং অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, অধিকাংশ শ্রমিক প্যানিক অ্যাটাকের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছেন। কয়েকজনের শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গার্মেন্টস এক্সপোর্ট ভিলেইজ লিমিটেডের জেনারেল ম্যানেজার সুজন মাহমুদ বলেন, কাজের সময় শ্রমিকদের মধ্যে হঠাৎ মাথা ঘোরা, চোখে জ্বালা ও বমির লক্ষণ দেখা দেয়। বর্তমানে অসুস্থ শ্রমিকদের চিকিৎসার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে শ্রমিক আন্দোলনের প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনাটি সম্পর্কে জানতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন