Tuesday, October 21, 2025

টম ক্রুজ ও আনা ডে আরমাসের নয় মাসের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ


ফাইল ছবিঃ আনা ডে আরমাস ও টম ক্রুজ। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম ক্রুজ ও আনা ডে আরমাসের নয় মাসের প্রেমের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, দীর্ঘ সময় একে অপরের সঙ্গে কাটানোর পর তাঁরা পারস্পরিক সম্মতিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও সম্পর্কের ইতি টানলেও তাঁরা ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রাখছেন।

এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, “টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। তবে তাঁদের বুঝতে বাকি নেই যে সম্পর্কের উষ্ণতা আর আগের মতো নেই। তাঁরা ঠিক করেছেন, বন্ধুত্বই তাঁদের জন্য সবচেয়ে উপযুক্ত সম্পর্ক।”

সম্প্রতি তাঁদের নিয়ে ‘স্পেস ওয়েডিং’-এর গুঞ্জন ছড়ালেও, এখন সেই আলোচনাও থেমে গেছে। তবুও দুজনই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর বলে জানা গেছে।

টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমের শুরু ভারমন্টে—সেখানে তাঁদের হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। এরপর মাদ্রিদ ও লন্ডনে রোমান্টিক ছুটিতে গিয়েছিলেন তাঁরা। এমনকি টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডেও ধরা পড়েছিল তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত। ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের পার্টি এবং ওয়েম্বলি স্টেডিয়ামের এক কনসার্টেও একসঙ্গে হাজির হয়েছিলেন এই জুটি।

এদিকে জানা গেছে, দুজন একসঙ্গে ‘ডিপার’ নামের একটি থ্রিলার ছবিতে কাজ করার কথা ছিল। সম্পর্কের পরিবর্তনের কারণে প্রকল্পটি বন্ধ হয়ে গেছে এমন খবর ছড়ালেও, ঘনিষ্ঠ সূত্র জানায়, “আনা ইতিমধ্যেই নতুন ছবিতে যুক্ত হয়েছেন, আর টমও তাঁর পরবর্তী প্রজেক্টে ব্যস্ত। তবে পেশাদার সম্পর্ক তাঁদের আগের মতোই থাকবে।”

আনা ডে আরমাস এর আগে অভিনেতা বেন অ্যাফ্লেক ও পল বুকেডাকিসের সঙ্গে সম্পর্কে ছিলেন, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে ২০১২ সালে কেটি হোমসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর টম ক্রুজ একাধিক সম্পর্কের গুঞ্জনে জড়ালেও কোনো সম্পর্কেই স্থায়ী হতে পারেননি।

হলিউড মহলে এখন আলোচনার বিষয়—দুজনের এই বিচ্ছেদ তাঁদের আসন্ন কাজের ওপর কোনো প্রভাব ফেলবে কি না। তবে আপাতত দুজনই নিজেদের ক্যারিয়ারেই মনোযোগ দিচ্ছেন, ব্যক্তিগত জীবনের অধ্যায়টি বন্ধুত্বের মোড়কে রেখে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন