Wednesday, October 22, 2025

হংকং সফর শেষে ইংল্যান্ডে ফিরলেন হামজা, জানালেন হতাশা ও গর্বের গল্প


ফাইল ছবিঃ হামজা চৌধুরী। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের অক্টোবরের ম্যাচগুলো বাংলাদেশের ফুটবলের জন্য ছিল উত্থান-পতনের মিশ্র অভিজ্ঞতা। ঢাকায় হংকংয়ের বিপক্ষে দারুণ লড়াই করে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ৪-৩ গোলে হারে বাংলাদেশ। তবে ফিরতি লেগে হংকংয়ে গিয়ে ১-১ গোলের ড্র করে সম্মানজনক ফল নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার দল।

এই সফর শেষে ইংল্যান্ডে ফিরে গেছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার হামজা চৌধুরী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে অনুশীলন ও ম্যাচের কিছু মুহূর্ত শেয়ার করে তিনি লিখেছেন, অক্টোবরের সফর থেকে ইতিবাচক কিছু বিষয় তিনি সঙ্গে করে নিচ্ছেন, যদিও প্রত্যাশিত ফল আসেনি।

হামজা বলেন, “যেভাবে আশা করেছিলাম এবং কঠোর পরিশ্রম করেছি, সেই অনুযায়ী ফল পাইনি। তবু সব সময়ের মতো বাংলাদেশের জার্সি পরে মাঠে নামতে পারা আমার জন্য গর্বের।”

লেস্টার সিটির এই ইংলিশ-বাংলাদেশি ফুটবলার আরও জানান, দলের পারফরম্যান্সে ঘাটতি থাকলেও খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা বেড়েছে। তাঁর মতে, “আমরা উন্নতির পথে আছি, যদিও সময় লাগবে।”

চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে মূলপর্বে খেলার আশা কার্যত শেষ বাংলাদেশের। তবে বাকি আছে আরও দুটি ম্যাচ—যার মধ্যে অন্যতম প্রতিপক্ষ ভারত। আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে নামবে লাল-সবুজের দল।

ভক্তদের উদ্দেশে হামজা প্রতিশ্রুতি দিয়ে লিখেছেন, “ইনশা আল্লাহ, নভেম্বরে আবার দেখা হবে।”

ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে আছেন সেই ম্যাচের দিকে—যেখানে জাতীয় দলের হয়ে আবারও মাঠে নামবেন হামজা চৌধুরী, নতুন আশার আলো জ্বালানোর প্রত্যাশায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন