- ২২ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও আংশিকভাবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। ২০ দলের এই প্রতিযোগিতার চূড়ান্ত দল হিসেবে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার ওমানের আল আমিরাতে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে হারিয়ে নিজেদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দলটি।
প্রথমে ব্যাট করে জাপান সংগ্রহ করে মাত্র ১১৬ রান, ৯ উইকেট হারিয়ে। দলের হয়ে একমাত্র প্রতিরোধ গড়ে তোলেন ওয়াতারি মিয়াউচি, যিনি ৪৫ রান করেন ৯ নম্বরে নেমে। তবে তার ইনিংস সঙ্গীহীন থাকায় দলটি বড় স্কোর গড়তে ব্যর্থ হয়।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখায় আমিরাত। ওপেনার আলিশান শারাফু করেন ৪৬ রান এবং অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম অপরাজিত থাকেন ৪২ রানে। মাত্র ৮ উইকেট হাতে রেখে ও ৪৭ বল বাকি থাকতে জয় পায় আমিরাত।
এই জয়ের ফলে ২০তম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পায় আরব আমিরাত। বাছাইপর্বে তারা ৫ ম্যাচে সংগ্রহ করেছে ৬ পয়েন্ট। এর আগে একই অঞ্চল থেকে নেপাল ও ওমান ইতিমধ্যে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছিল।
আগামী বিশ্বকাপে স্বাগতিক হিসেবে ভারতের পাশাপাশি অংশ নিচ্ছে শ্রীলঙ্কাও। সরাসরি যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। র্যাঙ্কিংয়ের সুবাদে সুযোগ পেয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।
এ ছাড়া বাকি আটটি স্থান পূরণ হয়েছে অঞ্চলভিত্তিক বাছাইয়ের মাধ্যমে—আমেরিকা অঞ্চল থেকে কানাডা, ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডস, আফ্রিকা থেকে নামিবিয়া ও জিম্বাবুয়ে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল, ওমান ও সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত।
ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই রোমাঞ্চকর বিশ্বকাপের, যেখানে ২০ দল লড়বে বিশ্বসেরার মুকুট জয়ের জন্য।