Tuesday, October 21, 2025

অক্টোবরের প্রথম ১৫ দিনে প্রবাসী আয় বেড়ে ১৪৩ কোটি ডলার ছাড়িয়েছে, প্রবৃদ্ধি ১২ কোটি ডলারের বেশি


প্রতীকী ছবিঃ ডলার ও বাংলাদেশ ব্যাংকের লোগো (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

অক্টোবরের প্রথমার্ধে দেশে প্রবাসী আয় প্রবাহ রেকর্ড পরিমাণে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৫ দিনে দেশে এসেছে প্রায় ১৪৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ কোটি ৫০ লাখ ডলার বেশি।

গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ৫৬ লাখ ডলার—বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১ হাজার ১৬৭ কোটি টাকা, ডলারপ্রতি ১২২ টাকার হারে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “প্রবাসী আয়ের প্রবাহ চলতি অর্থবছরের শুরু থেকেই শক্তিশালী ধারা বজায় রেখেছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে প্রণোদনা কার্যক্রম এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সচেতনতা বৃদ্ধির ফলেই এই সাফল্য।”

২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ৯০২ কোটি ১০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের ৭৮৫ কোটি ৩০ লাখ ডলার থেকে প্রায় ১৪ দশমিক ৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে—

  • জুলাই: ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার

  • আগস্ট: ২৪২ কোটি ১৯ লাখ ডলার

  • সেপ্টেম্বর: ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার

এই তিন মাসেই ধারাবাহিক বৃদ্ধি দেখা গেছে, যা অক্টোবরে আরও ত্বরান্বিত হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার ছিল—যা তখন পর্যন্ত দেশের ইতিহাসে একক মাসের সর্বোচ্চ প্রাপ্তি। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় প্রায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

অন্যদিকে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার, যা পরবর্তী বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধে উদ্যোগ, এবং ডিজিটাল রেমিট্যান্স ব্যবস্থার উন্নয়ন অব্যাহত থাকলে চলতি অর্থবছরেও রেমিট্যান্স নতুন রেকর্ড ছুঁতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, “প্রবাহ যেভাবে চলছে, তাতে পুরো অক্টোবর শেষে রেমিট্যান্স ৩০০ কোটি ডলার ছাড়াতে পারে। এটি অর্থনীতিতে বৈদেশিক মুদ্রার সরবরাহ আরও স্থিতিশীল করবে।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন