- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লার তিতাস উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের সাতজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামে মৃত আব্দুল মতিনের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—জুলেখা বেগম (৫৫), তাঁর মেয়ে রেহেনা আক্তার (৩১), নাতনি অনিকা আক্তার (১৭), নাতি তামিম (৮), শিমু আক্তার (১৫), ছেলে সোহাগ মিয়া (২৯) এবং নাতজামাই সজিব মিয়া (২২)। স্থানীয়রা সবাইকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর আহতদের পক্ষে শাহিনা আক্তার তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মৃত আব্দুল মতিনের পরিবারের সঙ্গে পাশের বাড়ির সেকান্দর, ইয়াসিন, হেলালদের পরিবারের দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় বুধবার সকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণের মধ্যেই প্রতিপক্ষের ১৫-২০ জন একযোগে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। বাড়ির সামনে সবাইকে মারধর করে গুরুতর আহত করেন এবং পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
শাহিনা আক্তার অভিযোগ করে বলেন, “আমাদের বাড়িতে কোনো পুরুষ সদস্য থাকে না। সুযোগ বুঝে প্রতিপক্ষ একের পর এক হামলা করছে। তারা আমাদের হত্যা করে জায়গা দখল করতে চায়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
অভিযুক্তদের কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
তিতাস থানার ওসি খালেদ সাইফুল্লাহ জানান, “মারামারির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”