Tuesday, October 14, 2025

তিনটি শূন্য অর্জনে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান


ছবিঃ “আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (ISBS) ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ( সংগৃহীত । দিগি বাংলা)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—এই তিনটি লক্ষ্য অর্জনে প্রয়োজন আন্তরিকভাবে সামাজিক দায়িত্ববোধের চর্চা।

শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত “আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (ISBS) ২০২৫: মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় প্রকৃত সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে।

রিজওয়ানা হাসান আক্ষেপ করে বলেন, "আমরা মূল্যবোধের কথা বলছি, কিন্তু প্রয়োগ করছি না—এটাই সমস্যা। প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন নৈতিক আদর্শকে কাজে লাগানো হয়।" তিনি আধুনিক পুঁজিবাদের সমালোচনা করে বলেন, "আধুনিক পুঁজিবাদ প্রকৃতি ও সমাজের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। এখনই যদি আমরা আমাদের অর্থনৈতিক মডেল পরিবর্তন না করি, তাহলে এই শতকের শেষ নাগাদ অনেক দেশ পানির নিচে তলিয়ে যাবে, এবং অনেক সভ্যতা হারিয়ে যাবে।"

তিনি ভোগব্যবস্থার পুনর্বিবেচনার ওপর জোর দিয়ে বলেন, "প্রয়োজন আর অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে।" পরিশেষে তিনি বিশ্বব্যাপী সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে বলেন, "আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে—চিরতরে।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন