- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও জেলার হরিপুর ও রাণীশংকৈল উপজেলায় নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) ভোরে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আগামী ১৩ নভেম্বর এলাকায় নাশকতা সৃষ্টির পরিকল্পনা ছিল তাদের। এ অভিযোগের ভিত্তিতে হরিপুর ও রাণীশংকৈল থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে সংশ্লিষ্টদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন—হরিপুর উপজেলার বেলুয়া গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে ও আমগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান (৫০), একই গ্রামের আবু তাহের, ভাতুড়িয়া গ্রামের নজরুল ইসলাম মণ্ডল, রাণীশংকৈল উপজেলার খলিলুর রহমান এবং জে নারুল ইসলাম।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তারা ১৩ নভেম্বর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি।”
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে। পুলিশ বলছে, যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।