Monday, January 19, 2026

তফসিল ঘোষণাকে ‘গণ–অভ্যুত্থানের অগ্রগতির ধাপ’ বললেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার


ফাইল ছবিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে বাংলাদেশ পৌঁছেছে। তবে প্রকৃত চ্যালেঞ্জ এখন সামনে—একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। এজন্য নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল ও জনগণসহ সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের মাদারতলা এলাকায় সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণসংযোগকালে এসব কথা বলেন জামায়াত নেতা।

পরওয়ার অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল আগেভাগেই নিজেদের ক্ষমতায় ফিরে যাওয়ার ভাবনায় আচ্ছন্ন, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যায় না। তিনি বলেন,  “নির্বাচনী মাঠে গিয়ে জনগণের মুখে যে ভয়–আশঙ্কার কথা শুনছি, তাতে বোঝা যায় কিছু মহল ভোটকেন্দ্রে বাধা দেওয়ার এবং ব্যালট ছিনিয়ে নেওয়ার মতো অবৈধ পন্থা ভাবছে—কিন্তু জনগণ এবার তা মানবে না।” তিনি বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। “কিন্তু আগস্টের পরিবর্তনের পর সেই পুরোনো বাংলাদেশে ফিরে যাওয়ার সুযোগ আর নেই,” উল্লেখ করে তিনি প্রশাসনকে লিখিতভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

এর আগে খুলনার ফুলতলা উপজেলার শিরোমণি এলাকায় ভোটার সমাবেশে বক্তব্য দিতে গিয়ে পরওয়ার দাবি করেন, গণ–অভ্যুত্থান–পরবর্তী সময়ে ধর্ম–বর্ণ–গোত্র নির্বিশেষে সাধারণ মানুষের আস্থার দলে পরিণত হয়েছে জামায়াতে ইসলামী।  তিনি বলেন, “ন্যায় ও ইনসাফের রাষ্ট্রকাঠামো গড়তে হিন্দু, মুসলিম, খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। এই ঐক্য অনেকের গাত্রদাহ সৃষ্টি করেছে। কোথাও কোথাও হিন্দু সম্প্রদায়ের ওপর হুমকি দেওয়া হচ্ছে—যা কর্তৃত্ববাদী শাসন ফিরিয়ে আনার অপচেষ্টা ছাড়া কিছু নয়।”

হিন্দু সম্প্রদায়ের ওপর অতীতের নির্যাতন–জুলুমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছরে কিছু রাজনৈতিক দল সংখ্যালঘুদের কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে। “কিন্তু জামায়াত কখনোই তাদের ওপর জুলুম বা দখলের রাজনীতি করেনি; বরং যখনই প্রয়োজন হয়েছে, পাশে দাঁড়িয়েছে।”

দুপুরে সেনপাড়া মাদ্রাসায় অনুষ্ঠিত মহিলা সমাবেশে অংশ নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ যেভাবে পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্য জামায়াত প্রস্তুত।  তিনি বলেন, “অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব দলের সম–অধিকার দিতে হবে। আর এ দায়িত্ব প্রশাসনের—তাই মাঠপর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি।”

বিভিন্ন সমাবেশে জেলা জামায়াতের নেতাদের মধ্যে ছিলেন সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মিয়া গোলাম কুদ্দুস, গাওসুল আযম হাদী, কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম ও আবু ইউসুফ মোল্যা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন