- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আশিস কাপুরের বিরুদ্ধে গুরুতর ধর্ষণ অভিযোগ দায়ের করা হয়েছে। পুনে থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ভারতের বিনোদন অঙ্গন তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযোগ করা হয়েছে যে আগস্টের দ্বিতীয় সপ্তাহে দিল্লির এক হাউস পার্টিতে আশিস কাপুর শৌচাগারে এক নারীর উপর যৌন নির্যাতন চালান। ওই নারী ১১ আগস্ট দিল্লির সিভিল লাইনস থানায় এফআইআর দায়ের করেন। অভিযোগের পর থেকেই দিল্লি পুলিশ অভিনেতাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। মুঠোফোন ও অন্যান্য সূত্র অনুসন্ধান করে অবশেষে আশিসকে পুনে থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে দেখা গেছে, অভিযোগকারী প্রথমে আশিসের সঙ্গে আরও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। পরে তিনি বয়ান পরিবর্তন করে শুধু আশিসের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ অনুযায়ী, ঘটনার ভিডিও করা হয়েছিল, কিন্তু পুলিশের হাতে তদন্ত চলাকালীন কোনো ভিডিও ফুটেজ বা মেডিকেল রিপোর্ট আসেনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে দেখা গেছে, পার্টির সময় আশিস ও অভিযোগকারী নারী একসঙ্গে টয়লেটে প্রবেশ করেন। দীর্ঘ সময় বাইরে না আসায় অভিনেতার বন্ধু ও অতিথিরা দরজায় ধাক্কা দেন। এরপর উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা হাউজিং সোসাইটির গেট পর্যন্ত চলে যায়। অভিযোগকারী নারী জানিয়েছেন, এই সময় আশিসের বন্ধুর স্ত্রী তাঁর ওপর চড়াও হন এবং মারধর করেন।
আশিস কাপুর টেলিভিশনের পরিচিত মুখ। ‘ইয়ে রিশতা ক্যায়া কহলাতা হ্যায়’, ‘লাভ ম্যারেজ ইয়া অ্যারেঞ্জড ম্যারেজ’, ‘চাঁদ ছুপা বাদল মে’ ও ‘সরস্বতীচন্দ্র’সহ বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ইন্টেরিয়র ডিজাইনার হিসেবেও কাজ করেন। বর্তমানে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।
পুলিশ ও অনুসন্ধানকারীরা ঘটনার সকল দিক যাচাই করে ন্যায়ের প্রক্রিয়া নিশ্চিত করার চেষ্টা করছেন।