- ১৩ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কুমিল্লা:
কুমিল্লার ছেলে সৈয়দ অমি ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট। আনুষ্ঠানিক শিক্ষা না থাকলেও মা ভালো গজল গাইতেন, যা থেকে হয়তো অমির মধ্যে সঙ্গীত প্রতিভা এসেছে। এলাকার বিভিন্ন অনুষ্ঠান ও আড্ডায় গলা ছেড়ে গান গাইতেন তিনি। ২০১৬ সালে ‘বুকের ভিতর’ মিক্সড অ্যালবামের ‘অবুঝ মন’ গানটি দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন।
তার পরের সাফল্যের প্রথম মাইলফলক হলো ‘ঘুম না আসা রাতে’ গানটি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই গানটির ইউটিউব ভিউ এখন ৪ কোটি ৪৫ লাখ ছাড়িয়েছে। এরপর মুক্তিপ্রাপ্ত ‘মন কান্দে’ গানটি ৭ কোটি ৮৫ লাখ ভিউ পেয়ে ক্যারিয়ারের টার্নিং পয়েন্টে পরিণত হয়। ‘মাতাল’, ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরী পাইছি রে’ গানগুলোও দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তার গানগুলো তরুণ প্রজন্মের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। ‘গোপনে গোপনে প্রেম’, ‘বেবী রিলস বানারে’, ‘মানুষ চিনবা দুদিন আগে–পরে’ গানগুলোও দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। অমি বলেন, “ডিজিটাল মাধ্যমের মাধ্যমে গান উপস্থাপন করি, যাতে শ্রোতারা বিনোদন পান এবং গান যুগে যুগে বেঁচে থাকে।”
সৈয়দ অমির সাফল্যের রহস্য হচ্ছে, তিনি খুব বেছে কাজ করেন। প্রতিটি গান প্রকাশের আগে ইন্ডাস্ট্রির বন্ধু ও সহকর্মীদের সঙ্গে শেয়ার করে পরামর্শ নেন। তিনি মনে করেন, দীর্ঘ সংগ্রাম ও অভিজ্ঞতা তার সাফল্যের মূল চাবিকাঠি।
নতুন প্রকল্পে তিনি আবারও ফিরে আসছেন। জনপ্রিয় ২০০২ সালের গান ‘আসসালামু আলাইকুম বিয়াইন সাব’ নতুন রূপে ‘আসসালামু আলাইকুম বিয়াইন সাব ২.০’ শিরোনামে প্রকাশিত হবে। এতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি ও দিলশাদ নাহার কনা। গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা আঁচল আঁখি।
অমি শুধু গায়ক নন, তিনি নিজেই ভিডিও চিত্র পরিচালনা করেন। অভিনয়ে সহশিল্পীদের দক্ষতার কৃতিত্ব দিতে ভালোবাসেন। টালিউডেও তিনি গায়ক হিসেবে অভিজ্ঞতা অর্জন করেছেন। পশ্চিমবঙ্গের ‘আড়ি’ ছবির ‘মরুভূমি’ গানটি দর্শক ও সমালোচকদের মন জয় করেছে।
সৈয়দ অমি বলেন, “নতুন ও পুরোনো প্রকল্পগুলো একে একে মুক্তি পাবে। যুক্তরাষ্ট্রে নতুন ভিডিও চিত্রের কাজও শেষ করেছি। দর্শকরা ভিন্নধর্মী কনসেপ্ট উপভোগ করবেন। সব মিলিয়ে গান ও ভিডিও চিত্রে সর্বোচ্চ মান রাখতে চাই।”
সৈয়দ অমির প্রতিভা ও পরিশ্রম প্রমাণ করছে, একজন শিল্পী ডিজিটাল মাধ্যম থেকে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত নিজের সঙ্গীত ও সৃজনশীলতার ছাপ রাখতে সক্ষম।