Friday, December 5, 2025

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা ফ্যাশন হাউস অ্যাপোনিয়ার


ছবিঃ তানজিন তিশা (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করেছে অনলাইনভিত্তিক ফ্যাশন হাউস অ্যাপোনিয়া। বুধবার (৬ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে মামলা দায়ের করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ আমিনুল ইসলাম। মামলাটি দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় দায়ের করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, তিশা প্রতিষ্ঠানটির কাছ থেকে শাড়ি নিয়ে প্রচারণা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে যোগাযোগ বন্ধ করেন এবং শাড়ির মূল্য ২৮,৮০০ টাকা পরিশোধও করেননি। ফ্যাশন হাউসের পক্ষ থেকে ২২ অক্টোবর তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল, যেখানে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্ণধার ঝিনুক-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার না করার জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তিশা নোটিসের কোনো উত্তর দেননি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, শাড়িটি উপহার হিসেবে দেওয়ার দাবি তিশার ফেসবুক পোস্টে থাকলেও, বাস্তবে প্রচারণার অংশ হিসেবে শাড়িটি ব্যবহার করা হয়নি।

ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)-কে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আসামি তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন গ্রহণ করেছেন।

এ ব্যাপারে প্রথম আলোর পক্ষ থেকে তিশাকে ফোন করা হলেও তিনি কোনও প্রতিক্রিয়া জানাননি। মামলা দায়েরের পর এই ঘটনায় নতুন আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন