- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
৯০-এর দশক ও ২০০০-এর গোড়ার দিকে শাহরুখ খান ও জুহি চাওলার জুটি সিনেমাপ্রেমীদের মনে বিশেষ স্থান করে নিয়েছিল। এই জুটি একসঙ্গে কাজ করেছেন প্রায় আটটি ছবিতে। তবে জানা যায়, এই তালিকার আলোচিত ছবি ‘ডর’ (১৯৯৩) এ জুহির চরিত্রের প্রস্তাব আগে গিয়েছিল রাভিনা ট্যান্ডনের কাছে।
সম্প্রতি এএনআই-এর পডকাস্টে রাভিনা ট্যান্ডন জানিয়েছেন, ‘ডর’ এর প্রস্তাব প্রথম তিনি পেয়েছিলেন। ছবিতে শাহরুখ খান, সানি দেওল ও জুহি চাওলা ছিলেন মূল ভূমিকায়। রাভিনা বলেন, “এই ছবির প্রস্তাব প্রথমে আমার কাছে এসেছে। ছবিটা অশালীন ছিল না, কিন্তু কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি। বিশেষ করে কিছু দৃশ্যে হয়তো সাঁতারের পোশাক পরতে হতো। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি সাঁতারের পোশাক পরব না।”
এছাড়া তিনি উল্লেখ করেন, ‘প্রেম কয়েদি’ (১৯৯১) ছবির প্রস্তাবও প্রথম তাঁকে দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে কারিশমা কাপুরের অভিষেক চলচ্চিত্র হিসেবে পরিচিত হয়। রাভিনা বলেন, “সেখানে একটি দৃশ্যে নায়কের হাত টেনে জামার চেইন খোলা হয়—আমি সেটি করতে রাজি হইনি। আমি সবসময় নিজের সীমারেখা রক্ষা করতে সচেতন ছিলাম, বিশেষ করে যাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ দৃশ্য ছিল তাদের ক্ষেত্রে।”
সাক্ষাৎকারে রাভিনা আরও বলেন, “আমি অহংকারী ছিলাম না, কিন্তু নিজের সীমারেখা নিয়ে সচেতন ছিলাম। তাই অনেকে আমাকে অন্যরকম ভাবত।”
যদিও ‘ডর’ এ অভিনয় হয়নি, রাভিনা ট্যান্ডন পরবর্তীতে বলিউডে নিজের অবস্থান নিশ্চিত করেছেন নানা জনপ্রিয় ছবি ও চরিত্রের মাধ্যমে। তার দৃঢ় অবস্থান ও পেশাগত নৈতিকতা তাকে তৎকালীন বলিউডের অন্যতম সম্মানিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।