Friday, December 5, 2025

টানা তৃতীয় মেয়াদে জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন শফিকুর রহমান


ছবিঃ তৃতীয় মেয়াদে জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নিয়েছেন শফিকুর রহমান। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

টানা তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়ে ২০২৬–২০২৮ মেয়াদের দায়িত্ব গ্রহণ করলেন শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের প্রধান এ টি এম মাছুম তাকে শপথ পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিশে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান ঘিরে মগবাজার এলাকায় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

শপথ পরবর্তী সংক্ষিপ্ত বক্তৃতায় শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে রাজনৈতিক বিভাজন ভুলে জাতীয় ঐক্য গড়ে তোলাই সময়ের দাবি। তিনি বলেন, “মেজরিটি-মাইনোরিটির সংঘাত থেকে বেরিয়ে এসে সত্যিকারের ঐক্যের ভিত্তিতে জাতিকে এগিয়ে নিতে হবে। উন্নত বিশ্বে এই বিভাজন নেই, আমাদেরও কৃত্রিম বিভাজন অতিক্রম করতে হবে।”

বক্তব্যের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি আগের সরকারগুলোর সময়ে Jamaat নেতাদের ওপর “অন্যায় আচরণের” অভিযোগ তোলেন। তিনি বলেন, “জেলখানা বহুবার আমাদের ঠিকানা হয়ে উঠেছিল। আমাদের বিরুদ্ধে প্রকৃত কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু অন্যায়ের প্রতিবাদ।”

নিজের দায়িত্ব নিয়ে শফিকুর রহমান আবারও বিনয় প্রকাশ করে বলেন, “আমি নিজেকে এই ভারের যোগ্য মনে করি না। আমাদের সংগঠনে বহু যোগ্য ও অভিজ্ঞ নেতা আছেন। তারপরও কেন সদস্যরা আমাকে বেছে নিলেন, তা আল্লাহই ভালো জানেন।”

জামায়াতের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী, ৯ থেকে ২৫ অক্টোবর দেশজুড়ে গোপন ভোটের মাধ্যমে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১ লাখ ১৬ হাজারের বেশি রুকন ভোট দেন। সর্বোচ্চ ভোট পেয়ে তৃতীয়বারের মতো নেতৃত্বে নির্বাচিত হন শফিকুর রহমান।

আজ শুক্রবার শুরু হওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার বার্ষিক অধিবেশন আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। শপথ গ্রহণ অনুষ্ঠান এই অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন