- ১০ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দেশে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার এই সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এর আগের মাস নভেম্বরেও মূল্যস্ফীতির হার বেড়েছিল। সে সময় জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। যদিও এক বছর আগে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই হার ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।
খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ডিসেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭১ শতাংশে, যা নভেম্বর মাসে ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও সামান্য বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে। আগের মাসে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৮ শতাংশ।
তবে তুলনামূলকভাবে এক বছর আগের পরিস্থিতি আরও চাপের ছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল প্রায় ১৩ শতাংশের কাছাকাছি এবং খাদ্যবহির্ভূত খাতেও তা ৯ শতাংশের ওপরে অবস্থান করছিল।
বিশেষজ্ঞরা বলছেন, গত তিন বছর ধরেই দেশে উচ্চ মূল্যস্ফীতি ভোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ২০২৫ সালজুড়ে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৭ শতাংশে অবস্থান করেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। বাজারে স্থিতিশীলতা ফেরাতে নীতিগত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরছেন অর্থনীতিবিদরা।