Monday, January 12, 2026

টানা দ্বিতীয় মাস বাড়ল মূল্যস্ফীতি, ডিসেম্বরে ৮.৪৯ শতাংশ


ছবিঃ বাজারের (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

দেশে টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, সদ্য সমাপ্ত বছরের ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৮ দশমিক ৪৯ শতাংশে পৌঁছেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার এই সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, এর আগের মাস নভেম্বরেও মূল্যস্ফীতির হার বেড়েছিল। সে সময় জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। যদিও এক বছর আগে, ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই হার ছিল উল্লেখযোগ্যভাবে বেশি।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ডিসেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৭১ শতাংশে, যা নভেম্বর মাসে ছিল ৭ দশমিক ৩৬ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও সামান্য বেড়ে ৯ দশমিক ১৩ শতাংশে পৌঁছেছে। আগের মাসে এই খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ০৮ শতাংশ।

তবে তুলনামূলকভাবে এক বছর আগের পরিস্থিতি আরও চাপের ছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে খাদ্য খাতে মূল্যস্ফীতি ছিল প্রায় ১৩ শতাংশের কাছাকাছি এবং খাদ্যবহির্ভূত খাতেও তা ৯ শতাংশের ওপরে অবস্থান করছিল।

বিশেষজ্ঞরা বলছেন, গত তিন বছর ধরেই দেশে উচ্চ মূল্যস্ফীতি ভোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ২০২৫ সালজুড়ে গড় মূল্যস্ফীতি ৮ দশমিক ৭৭ শতাংশে অবস্থান করেছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে। বাজারে স্থিতিশীলতা ফেরাতে নীতিগত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরছেন অর্থনীতিবিদরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন