- ১১ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট:PNN
চলতি অ্যাশেজ সিরিজ মাঠের খেলায় খুব বেশি উত্তেজনা ছড়াতে না পারলেও মাঠের বাইরের নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছে। দ্রুত টেস্ট শেষ হওয়া, খেলোয়াড়দের আচরণ, স্লেজিং ও আর্থিক ক্ষতির মতো বিষয়গুলো নিয়ে সিরিজটি ক্রিকেট অস্ট্রেলিয়ার জন্যও বিব্রতকর হয়ে উঠেছে।
এরই মধ্যে পঞ্চম টেস্টে নতুন করে উত্তাপ ছড়িয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়দের বাক্যবিনিময়ে। বৃষ্টির কারণে প্রথম দিনে সীমিত খেলা হওয়ার পর দ্বিতীয় দিনেই ঘটে এই আলোচিত ঘটনা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে এক ওভারের শেষদিকে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ও মার্নাস লাবুশেনের মধ্যে তর্ক শুরু হয়।
ট্রাভিস হেড পরপর দুই বলে বাউন্ডারি হাঁকানোর পর পরিস্থিতি আরও চড়াও হয়। হতাশ স্টোকস নন-স্ট্রাইক প্রান্তে থাকা লাবুশেনের দিকে তেড়ে যান। স্টাম্প মাইকে ধরা পড়ে ইংল্যান্ড অধিনায়কের কড়া ও অশোভন মন্তব্য, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঠিক কী কারণে দুজনের মধ্যে এই উত্তেজনা তৈরি হয়েছিল, তা পরিষ্কার নয়। তবে আম্পায়ার আহসান রাজা পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে স্টোকস লাবুশেনের কাঁধে হাত রাখেন, যা নিয়ে মাঠে কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়।
শেষ পর্যন্ত অবশ্য মাঠের লড়াইয়ে ওই মুহূর্তে এগিয়ে যান স্টোকসই। কিছুক্ষণ পরই নিজের বোলিংয়ে লাবুশেনকে (৩০) আউট করেন তিনি। ক্যাচটি সহজে ধরেন জ্যাকব বেথেল। আউট হওয়ার পর স্টোকস তাকালেও আর নতুন করে কোনো কথা কাটাকাটি হয়নি।
সব মিলিয়ে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের চেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত ও বিতর্কেই বেশি আলোচনায় এবারের অ্যাশেজ সিরিজ।