Monday, January 12, 2026

আফ্রিকা কাপ অব নেশনস এ সালাহর মাইলফলক ছোঁয়া গোলে কোয়ার্টার ফাইনালে মিশর


ছবিঃ মিশর টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

আফ্রিকা কাপ অব নেশনসের নকআউট পর্বে রোমাঞ্চকর এক ম্যাচে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মিশর। শেষ ষোলোর এই লড়াইয়ে বেনিনকে ৩–১ গোলে হারালেও ম্যাচটি নিষ্পত্তি করতে অতিরিক্ত সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মোহাম্মদ সালাহদের।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও মাঝমাঠের লড়াইয়ে কেউই স্পষ্ট আধিপত্য দেখাতে পারেনি। সুযোগ তৈরি হলেও ফিনিশিংয়ের অভাবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে কিছুটা গতি বাড়ালেও গোল পেতে মিশরকে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষভাগ পর্যন্ত।

৬৮তম মিনিটে দূর থেকে নেওয়া এক দৃষ্টিনন্দন শটে মিশরকে এগিয়ে দেন মারওয়ান আতিয়া। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৮৪তম মিনিটে বেনিনের জোডেল ডসু গোল করে ম্যাচে সমতা ফেরান। ফলে নির্ধারিত সময় শেষে ১–১ সমতায় থেকে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আক্রমণের ধার বাড়ায় মিশর। এরই ফল আসে হেড থেকে করা ইয়াসির ইব্রাহিমের গোলে, যা মিশরকে আবারও এগিয়ে দেয়। শেষদিকে বেনিন আক্রমণে উঠলেও তাদের প্রতিরোধ ভেঙে দেন দলের অধিনায়ক মোহাম্মদ সালাহ।

১২৩তম মিনিটে সালাহর করা গোল শুধু দলের জয় নিশ্চিত করেনি, গড়েছে ব্যক্তিগত এক গুরুত্বপূর্ণ মাইলফলকও। এই গোলের মাধ্যমে আফ্রিকা কাপের ইতিহাসে দুই অঙ্কের গোল করা মিশরের তৃতীয় খেলোয়াড়ের তালিকায় নাম লেখান তিনি। টুর্নামেন্টে তার মোট গোল এখন ১০টি।

এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে পৌঁছে শিরোপার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন