Tuesday, October 14, 2025

তাহসান খান ঘোষণা করলেন সংগীতজীবনের শেষ পর্যায়ে ধীরে সরে দাঁড়াবেন


ফাইল ছবিঃ তাহসান খান (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক কনসার্টে ভক্তদের অবাক করে দিয়ে জানান, ধীরে ধীরে তিনি মঞ্চ থেকে সরে দাঁড়াবেন। তিনি বলেন, এটি তার শেষ কনসার্ট নয়, কিন্তু শেষ ট্যুর হতে পারে। ব্যক্তিগত জীবনের প্রাধান্য এবং মেয়ের বড় হয়ে ওঠার কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এই ঘোষণার আগে তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হঠাৎ বন্ধ হয়ে যায়। ভক্তদের সঙ্গে সরাসরি কোনো ব্যাখ্যা না দিলেও তিনি সংক্ষেপে জানিয়েছেন, ‘একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি’।

২৫ বছরের সংগীতজীবনে তাহসান দেশের মঞ্চ মাতিয়েছেন, বিশেষ করে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর সময় বাংলা রক গানে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। মেলবোর্নের কনসার্টে এই ঘোষণা শুনে ভক্তরা হতবাক এবং চোখের জল মুছতে দেখা যায়।

তাহসানের এই সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকে শোক প্রকাশ করেছেন এবং কিছুদিন বিরতির পর তাঁর ফিরে আসার আশা করছেন, তবে তাহসান স্পষ্ট করেছেন, গানে ফেরার কোনো পরিকল্পনা নেই।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন