Tuesday, October 14, 2025

“স্যার” সম্বোধনের অবসান: শেখ হাসিনা যুগের বিতর্কিত নির্দেশনা বাতিল করল উপদেষ্টা পরিষদ


ছবিঃ (সংগৃহীত)

PNN রিপোর্ট | ঢাকা: প্রায় ১৬ বছর ধরে শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসনামলে সরকারি কর্মকর্তাদের তার প্রতি সম্বোধনের ক্ষেত্রে "স্যার" ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল বলে জানা গেছে। এই অস্বাভাবিক এবং লিঙ্গবৈষম্যমূলক নির্দেশনা কেবল শেখ হাসিনার জন্যই নয়, বরং অন্যান্য নারী উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রয়োগ করা হতো এবং এখনো অনেকক্ষেত্রে তা চালু রয়েছে।

আজ বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, রাজধানীর যমুনা রাষ্ট্রীয় অতিথিভবনে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনাটি বাতিল করা হয়েছে। সভায় আলোচনায় উঠে আসে, পূর্ববর্তী সরকারের সময়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা বিভিন্ন অতিরঞ্জিত প্রটোকল ও সম্বোধনবিষয়ক নির্দেশনাও পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সময় এসেছে।

এ লক্ষ্যে উপদেষ্টা পরিষদ একটি বিশেষ কমিটি গঠন করেছে, যার সদস্যরা হলেন: জ্বালানি, সড়ক ও রেলপথ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফউজুল কবির খান, ও পরিবেশ ও পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সায়েদা রিজওয়ানা হাসান 

এই কমিটি আগামী এক মাসের মধ্যে সব প্রটোকল নির্দেশনা ও সম্বোধনরীতির পর্যালোচনা করে উপযুক্ত সুপারিশ উপস্থাপন করবে, যা উপদেষ্টা পরিষদের চূড়ান্ত বিবেচনার জন্য উপস্থাপন করা হবে। সভায় অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রতীকী সংস্কারগুলো পূর্ববর্তী সরকারের ব্যক্তি পূজার সংস্কৃতি এবং কর্তৃত্ববাদী ধাঁচ থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন