- ১৩ অক্টোবর, ২০২৫
রাজধানীর শ্যামলীতে যুবক শিমিয়ন ত্রিপুরার ছিনতাইয়ের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্য দিয়ে এই ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃতরা হলেন— আল আমিন, আসলাম এবং পূর্বে গ্রেপ্তার হওয়া কবির। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি চাপাতি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "শ্যামলীতে যুবককে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হলো।"
এর আগে গত শুক্রবার (১১ জুলাই) ভোর ৬টার দিকে শ্যামলী ২ নম্বর রোডের কাজী অফিস সংলগ্ন এলাকায় সংঘটিত এই ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ছাতা হাতে হেঁটে যাওয়া এক ব্যক্তির গতি রোধ করে একটি মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী। তাদের মধ্যে একজন খালি গায়ে এবং বাকি দুইজন হেলমেট পরিহিত অবস্থায় চাপাতি হাতে ভুক্তভোগীর টাকা, ফোন, মানিব্যাগ এমনকি জামা-জুতা পর্যন্ত ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী শিমিয়ন ত্রিপুরা জানান, তিনি ধামরাইয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এবং শ্যামলীতে থাকেন। ঘটনার দিন সকালে সাভারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে শ্যামলীর মেরি গোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পাশে ছিনতাইয়ের শিকার হন। তার মুঠোফোন, মানিব্যাগ, ক্রেডিট কার্ডসহ সবকিছু ছিনিয়ে নেওয়া হয়।
এই ঘটনায় তিনি মামলা দায়ের করলে, ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করে। ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও চাপাতিও জব্দ করা হয়েছে।