- ২০ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার কীর্তিপুরে অনুষ্ঠিত ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয় নিগার সুলতানার নেতৃত্বাধীন দল।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। মেয়েদের আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ইনিংসের শেষভাগে ঝড় তুলেন ছয় নম্বরে নামা স্বর্ণা আক্তার। মাত্র ১৪ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল চারটি ছক্কা ও একটি চার। এই ইনিংসের মাধ্যমে আন্তর্জাতিক নারী টি–টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ চার ছক্কা মারার অনন্য রেকর্ড গড়েন এই অলরাউন্ডার।
ওপেনিংয়ে দিলারা আক্তার ২৯ বলে করেন ৩৫ রান। তাকে ভালো সঙ্গ দেন শারমিন আক্তার, যিনি ৩৪ বলে ২৮ রান যোগ করেন। শেষ পাঁচ ওভারে মাত্র দুটি উইকেট হারিয়ে ৭০ রান তোলে বাংলাদেশ, যার বড় অংশই আসে স্বর্ণার ব্যাট থেকে। স্বর্ণা ও সোবহানা মোস্তারির জুটিতে আসে ২৬ বলে গুরুত্বপূর্ণ ৬২ রান। সোবহানা অপরাজিত থাকেন ৩৪ রানে।
এর আগে ওপেনিং জুটিতে জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার দ্রুতগতিতে ৪৯ রান যোগ করেন। জুয়াইরিয়া ১৭ রান করে আউট হন।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুটা ভালোই করেছিল। প্রথম তিন ওভারে তারা কোনো উইকেট না হারিয়ে ৩২ রান তুলে নেয়। বাংলাদেশের বোলিং আক্রমণে এদিন কোনো বিশেষজ্ঞ পেসার ছিলেন না, এমনকি বিশ্রামে ছিলেন অভিজ্ঞ স্পিনার নাহিদা ইসলামও।
তবে অন্যান্য বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। পাপুয়া নিউগিনির ইনিংস থামে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৮ রানে। ওপেনার ব্রেন্ডা টাউ করেন সর্বোচ্চ ৩৫ রান। বাংলাদেশের ছয়জন বোলার একটি করে উইকেট নেন।
এই জয়ের ফলে ‘এ’ গ্রুপে দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকেও হারিয়েছিল নিগার সুলতানার দল।