Friday, December 5, 2025

#StandWithFatima: মিস ইউনিভার্স বিতর্কে নারী স্বাধীনতার প্রতীকে পরিণত মেক্সিকোর প্রতিযোগী


ছবি: থাইল্যান্ডের ব্যাংককে ৫ নভেম্বর অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫-এর স্বাগতম অনুষ্ঠানে মঞ্চে মেক্সিকোর ফাতিমা বশ। (সংগৃহীত । সিএনএন । রুংরোজ ইয়ংরিট/ইপিএ/শাটারস্টক)

স্টাফ রিপোর্টার | PNN: 

থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতাকে ঘিরে নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে। মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশ-কে প্রকাশ্যে অপমান করার পর, নারী অবমাননা ও লিঙ্গ বৈষম্যের অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

ঘটনাটি ঘটে একটি লাইভ সম্প্রচারে, যেখানে নাওয়াত ইটসারাগ্রিসিল, মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল (MGI)-এর সভাপতি, মেক্সিকোর প্রতিনিধি বশকে তিরস্কার করেন থাইল্যান্ড সম্পর্কে পর্যাপ্ত প্রচারণা না করার অভিযোগে। তিনি এমনকি বশের দেশের পেজেন্ট ডিরেক্টরকে অভিযুক্ত করেন ইচ্ছাকৃতভাবে থাইল্যান্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য নির্দেশ দেওয়ার বিষয়ে।

নাওয়াত বশকে কথার মাঝে থামিয়ে দিয়ে বলেন, “আমি তোমাকে কথা বলার সুযোগ দিইনি।” এরপর তিনি নিরাপত্তারক্ষী ডেকে তাকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এ সময় অন্য প্রতিযোগীরাও একসঙ্গে উঠে দাঁড়িয়ে বশের প্রতি সংহতি জানান, যা আয়োজক কর্তৃপক্ষের মধ্যে আরও উত্তেজনা তৈরি করে।

পরবর্তীতে নাওয়াত প্রকাশ্যে দুঃখ প্রকাশ করলেও সমালোচনা থামেনি। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এই ঘটনাকে “নারীর মর্যাদার ওপর আঘাত” বলে অভিহিত করে বশের “অসাধারণ সাহসিকতার” প্রশংসা করেছেন।

বশ সামাজিক মাধ্যমে জানান, “আমাদের কণ্ঠ কেউ বন্ধ করতে পারে না। আমরা নারীরা শক্তিশালী, এবং এই মঞ্চ আমাদের কথা বলার জায়গা।”

মিস ইউনিভার্স সংগঠনের প্রেসিডেন্ট রাউল রোচাও নাওয়াতের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং তাকে প্রতিযোগিতার ভবিষ্যৎ কার্যক্রম থেকে বহিষ্কার করেছেন। রোচা বলেন, “একজন নারী প্রতিযোগীকে ভয় দেখানো বা অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম বলেন, “অনেক সময় নারীদের বলা হয় — ‘চুপ থাকলে তুমি বেশি সুন্দর।’ কিন্তু আমি বলব, নারীরা তখনই সবচেয়ে সুন্দর, যখন তারা তাদের কণ্ঠ তুলে ধরেন।”

নারীবাদী কর্মী কাতালিনা রুইজ নাভারো বলেন, “বিউটি পেজেন্ট মূলত নারীর শরীরকে নিয়ন্ত্রণ ও মূল্যায়নের একটি কাঠামো। কিন্তু বশের প্রতিবাদ দেখিয়েছে, নারীরা এখন সেই কাঠামো ভাঙতে প্রস্তুত।”

পূর্ববর্তী মিস ইউনিভার্স বিজয়ী শেইনিস পালাসিওস বলেন, “একটি মুকুট কখনোই একজন নারীর মর্যাদার বিনিময়ে অর্জিত হওয়া উচিত নয়।”

এই ঘটনার পর বিশ্বজুড়ে সামাজিক মাধ্যমে “#StandWithFatima” হ্যাশট্যাগে ব্যাপক সমর্থন দেখা দিয়েছে।

বর্তমানে ব্যাংককে চলমান প্রতিযোগিতায় ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন, আর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন